featured

অর্গানাইজার মেম্বার

সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা Samadhan Foundation- এর পরিবারভুক্ত সদস্য বৃন্দের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচছা ও অভিনন্দন!! Samadhan Foundation একটি জবাবদিহি মূলক, শোষণ মুক্তির লক্ষে, স্বাধীনতা দিতে, মুক্তি দিতে, অধিকার নিশ্চিত করণের লক্ষে, দক্ষ কর্মী গঠনে সেমিনার এবং ওয়ার্কসপ তৈরি ও নিত্য- নতুন কর্মসংস্থান সৃষ্টি করে- "মৌলিক চাহিদার অভাব চিরতরে দূরীকরণের লক্ষে" প্রত্যেক সদস্য মন্ডলীর জীবন চলার পাথেয়- অবলম্বনে উক্ত ফাউন্ডেশন কাজ করিবে। যার ফলে, দেশে বেকারত্ব মুক্ত, দারিদ্র মুক্ত, নিরক্ষর মুক্ত, জঙ্গি/সন্ত্রাস মুক্ত, দক্ষ কর্মী ও সুনাগরিক গড়ে উঠিবে। Samadhan Foundation- Govt. Reg. No (4S-138) ২০০৫ ইং সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত সংস্থা- ১৮৬০ সালের আইন অনুচ্ছেদ (XXI) দ্বারা প্রণীত Memorandum of Association & Article of Association এর অনুমোদিত সংস্থা Samadhan Foundation (SF) একটি বেসরকারি, অলাভজনক এবং অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংস্থা।

December 05, 2024