১। (ক) বায়োডাটা প্রদান: সর্বপ্রথম আপনার বায়ো ডাটা প্রদান করুন এবং আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো উল্লেখ করিবেন। যেমন: আপনি কোন ধরনের ব্যবসায়ী, চাকুরিজীবী, বিদেশে চাকুরি করেছেন, ড্রাইভিং পারেন, কোন খেলা-ধুলা উপস্থাপনা ইত্যাদি যেকোনো ধরনের কাজের অভিজ্ঞতা উল্লেখ করিবেন। (খ) বয়স সীমা: আপনার সর্বনিম্ন বয়স ৩০ বছর থেকে ৫৫ বছর হবে। (এনআইডি অনুযায়ী)। (গ) অর্গ্যানাইজার মেম্বার কারা হবেন যে সমস্ত ব্যক্তি ব্যবসায়িক ক্ষতিগ্রন্থ, বিদেশি চাকুরি থেকে বর্তমানে দেশে বেকার, হজ্জ্ব ও ওমরার কাজ করেন/ম্যানপাওয়ার সাপ্লাইয়ার এর সাথে জড়িত ব্যক্তি, বিভিন্ন প্রকার ব্রোকার/দালালি, এমএলএম পেশায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে কিংবা কাজ করেন, হযরত আলেম-ওলামাগণের মধ্য হতে, মার্কেটিং পেশা, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হতে, ক্ষুদ্র/মাঝারি ব্যবসায়ী যেমন- ডেইরি ফার্ম, মাছের খামারি, মাছের চাষী, টয়লেট্রীজ, পোল্ট্রি হ্যাচারী, লেয়ার ফার্ম, রাইচ মিল মালিকগণ ইত্যাদি যে সমন্ত
প্রজেক্ট অর্থের অভাবে চালাতে অক্ষম তাদেরকে এবং সমাজে অনেক সম্মানী ব্যক্তি আছেন যাঁরা না চাকরি না ব্যবসা করেন কিন্তু বসে জীবন অতিবাহিত করছেন। তারাই উক্ত ফাউন্ডেশন এর সদস্যের জন্য আবেদন করিতে পারিবেন।
(ঘ) শিক্ষাগত যোগ্যতা: পঞ্চম শ্রেণি হতে পিএইচডি/ডক্টরেট এবং সর্বোচ্চ আলেম উলামা হযরতগণ উক্ত ফাউন্ডেশন এর জন্য মনোনীত হবেন।
(ঙ) ব্যক্তিগত যোগ্যতা: সম্মানী ব্যক্তিত্ব, এবং সৎ বিশ্বস্থ, জ্ঞানী গুণী, কর্মঠ, কর্মী ও নিজের দেশের প্রতি কল্যাণকামী এমন ব্যক্তি অর্গ্যানাইজার মেম্বার হইবেন।
(চ) অর্গ্যানাইজার মেম্বারগণের সুযোগ-সুবিধা: নিজের পরিবার, সমাজ ও দেশের কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান Samadhan Foundation এর সকল সদস্যই উক্ত ফাউন্ডেশনের পরিবার ভুক্ত সদস্য হবেন যা সকল সুযোগ-সুবিধা অর্গ্যানাইজার অনুচ্ছেদ উল্লেখাধীন আছে।
(ছ) অর্গ্যানাইজার মেম্বারগণের রেজিষ্ট্রেশন ফি : Samadhan Foundation এর Memorandum of Association এ উল্লেখিত অর্গ্যানাইজার মেম্বারগণের জন্য মিনিমাম যে Donation Fee নির্ধারিত তা প্রদান করে অর্গ্যানাইজার সদস্য পদ লাভ করিবেন।
উপরোক্ত বিবরনের আলোকে, উক্ত ফাউন্ডেশনে অর্গ্যানাইজারগণকে সদস্য ভূক্তকরনে কর্মসংস্থানের মাধ্যমে, প্রত্যেক সদস্যকে স্বাবলম্বী করা এবং জীবন চলার পথকে তাদের চাহিদা মোতাবেক পরিবার যোগানে মৌলিক চাহিদাগুলি যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ইত্যাদি সহজ পাথেয় প্রদান করা।
আমি "Samadhan Foundation" কে সর্বাঙ্গীন উজ্জ্বল সফলতা ও ভবিষ্যৎ কামনা করি।