অর্গানাইজার মেম্বার -প্রাথমিক বাছাই কর্মসূচি
"একটি বেসরকারী, অলাভজনক ও অরাজনৈতিক এবং সকল হিংসা, ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে একটি আদর্শ সেবা বান্ধব- সামাজিক সেবামূলক সংস্থা” একটি জবাবদিহী মূলক, শোষণ মুক্তির লক্ষে, স্বাধীনতা দিতে, মুক্তি দিতে, অধিকার নিশ্চিত করণের লক্ষে, দক্ষ কর্মী গঠনে সেমিনার এবং ওয়ার্কসপ তৈরী ও নিত্য-নতুন কর্ম সংস্থান সৃষ্টি করে- "মৌলিক চাহিদার অভাব চিরতরে দূরীকরনের লক্ষে"- প্রত্যেক সদস্য মন্ডলীর জীবন চলার পাথেয়- অবলম্বনে উক্ত ফাউন্ডেশন কাজ করিবে। যার ফলে, দেশে বেকারত্ব মুক্ত, দারিদ্র মুক্ত, নিরক্ষর মুক্ত, জঙ্গী/সন্ত্রাস মুক্ত, দক্ষ কর্মী ও সু-নাগরিক গড়ে উঠিবে।